বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ১৬ লাখেরও বেশি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২০
০১:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২০
০১:৩৯ অপরাহ্ন



বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ১৬ লাখেরও বেশি

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজরিবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৬ লাখ ৪ হাজার ১৩৭ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ১৬ লাখ ৪ হাজার ১৩৭ জন। সাত লাখ ৬৪ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ২৩ হাজার ১৭৪ জন সুস্থ হয়ে উঠেছে।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন। সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৮৮ জন।

ব্রাজিলে ১ লাখ ৭ হাজার ২৯৭ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। সুস্থ ২৪ লাখ ৪ হাজার ২৭২ জন।

তিন নম্বরে থাকা ভারতে মোট ২৫ লাখ ৮৯ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৮৪ জনের।

এদিকে দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬২৫ জনে। 

এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন সুস্থ হলেন।

বিএ-০৪