বাস চাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২০
০৭:২০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২০
০৭:২০ অপরাহ্ন



বাস চাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) এবং অপরজন একই এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, সকালে হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সজিব ও রাশিদুল। এ সময় ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ২ জন আরোহীই মারা যান।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।