দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও খাবার বিতরণ

দিরাই প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২০
১০:২১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২০
১০:২১ অপরাহ্ন



দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও খাবার বিতরণ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সুনামগঞ্জের দিরাই উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে মিলাদ মাহফিল, পাঠ্যবই বিতরণ ও এতিম শিশুদের একবেলা খাবারের আয়োজন করা হয়।

আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেন ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেন।

বুধবার বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে উপজেলার রাজানগর ইউনিয়নের হরনগর গুচ্ছগ্রাম মাদরাসার সুপার মাওলানা আমিরুল ইসলামের নিকট ওই মাদরাসার ৫০ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যবই ও উপজেলা সদর এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেন, অফিস সহকারী স্বপন দাস, রিয়াদ ও দলিল লেখকবৃন্দ।

 

এএইচ/আরআর-০৪