জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
সৈয়দ মিজান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের এক যুবক। আজ শুক্রবার (২১ আগস্ট) তার জানাজার নামাজ শেষে সিলেটে দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর এলাকার মৃত সৈয়দ ছদরুল ইসলামের ছেলে সৈয়দ মিজান করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার বাদ জুমা সিলেট নগরের হজরত মানিকপীর (র) এর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
সৈয়দ মিজানের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে মিজান কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গত ২৬ জুলাই ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস চলছিল তার। হঠাৎ করেই শরীর বেশি খারাপ হয়ে গেলে গত রবিবার তাকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রসঙ্গত, সৈয়দ মিজানের পরিবার অনেক বছর ধরে সিলেট নগরীতে বসবাস করে আসছিলেন।
এএ/আরআর-০১