দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৪, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। তারা হলো গাগলী গ্রামের সৈয়দুর রহমানের ৫ বছরের মেয়ে ও তার আপন ছোট ভাইয়ের ৪ বছরের ছেলে।

জানা যায়, রবিবার দুপুরের দিকে বাড়ির পাশের খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়। একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য চুনু দেব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

 

এসটি/আরআর-০৩