গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দে চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। এসময় তাদের থেকে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষনাবন্দ মাঝপাড়ার নুরুল ইসলামের পুত্র জায়েদ আহমদ (২৪) ও মজনু মিয়ার পুত্র ইফতেখার আহমদ ইফতি (৩০)।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় গোলাপগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, গত ১৬ আগস্ট উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও মাঝপাড়া গ্রামের রহিমা বেগমের ঘরের পানির ট্যাংকিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে ঘরের সকল সদস্যকে অজ্ঞান করে আসামিরা সর্বমোট ৩ লাখ ৩৭ হাজার ৩শ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে রহিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করে। পুলিশের ব্যাপক অভিযানের ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে এসআই পিন্টু সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই ফয়জুল করিম ও এসআই হেলাল উদ্দিনসহ একদল পুলিশ লক্ষনাবন্দ উত্তরগাঁও মাঝপাড়ায় অভিযান চালিয়ে এজাহারে আসামি জায়েদ আহমদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইফতেখার আহমদ ইফতিকে গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ওসি জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ওয়ালটন ফ্রিজ, একটি পানির পাম্প, দুইটি চার্জার ফ্যান, একটি মোবাইল (আইফোন), একটি ধারালো বড় ছোরা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো যন্ত্রপাতি। উদ্ধার হওয়া মালামালের মূল্য ৯৩ হাজার টাকা। বাকি চুরিকৃত মালামাল উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এফএম/আরআর-০৪