সাবেক সিসিক কাউন্সিলর আশিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


মে ০৩, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : মে ০৩, ২০২৫
০৭:৫০ অপরাহ্ন



সাবেক সিসিক কাউন্সিলর আশিক গ্রেপ্তার


সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ মে) সিলেট নগরের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশিক সিলেটের দক্ষিণ সুরমার মোমেনখলা বাসিন্দা মৃত মো. তমজিদ আলীর ছেলে। তিনি সিসিকের ২৫ নমম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

জানা গেছে, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সিলেটের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এসব তথ্য সিলেট মিররকে  নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আশিকের বিরুদ্ধে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুটি হামলা এবং পূর্বের আরেকটি মামলা ছিল।



এএফ/০৩