বন্যার্তদের সহায়তা দিয়ে এমআর ফাউন্ডেশনের পথচলা শুরু

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন



বন্যার্তদের সহায়তা দিয়ে এমআর ফাউন্ডেশনের পথচলা শুরু

বন্যার্তদের সহায়তার মাধ্যমে মুশফিকুর রহিম (এমআর) ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে। করোনার দুঃসময়েই মুশফিক জানান নিজের নামে একটি ফাউন্ডেশন গড়ার ঘোষণা দেন। তারই পথচলা শুরু হলো মঙ্গলবার। 

জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলো তার নিজ জেলা বগুড়া থেকে। জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরের অসহায়দের মুখে হাসি ফুটল। বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন।

মঙ্গলবার তেমন তথ্যই মুশফিকের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এর আগে করোনার দুঃসময়েও অসহায়দের পাশে ছিলেন। সে সময় ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নিজের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাঁড়ালেন দুস্থ মানুষের পাশে।

এএন/০৬