ফের চীনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতীয় সৈন্য নিহত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২০
০২:৪৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২০
০২:৪৮ অপরাহ্ন



ফের চীনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতীয় সৈন্য নিহত

আবারও চীনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। হিমালয়ের পাদদেশে দুই বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

প্রথমে গত শনিবার, এরপর সোমবার একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই পক্ষই। ওই ঘটনার পর চলতি সপ্তাহে আবারও বিরোধ বেধেছে চীন-ভারত সীমান্তে। সবশেষে সংঘাতের ৪৮ ঘণ্টা পরে নিহত হওয়ার সংবাদ জানা গেছে।

গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান। তবে এ ঘটনায় চীনের কতজন হতাহত হয়েছে তা জানায়নি দেশটি।

১৯৬২ সালে চীন-ভারতের মধ্যে তুমুল সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিন থেকেই শান্ত ছিল এ অঞ্চল। মাস দুয়েক আগে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার রাতের সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভূত এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। এসময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হন।

তবে ভারতের কোন কোন গণমাধ্যমে হতাহতের এ খবর দেখা যায়নি।

বিএ-০৭