আইপিএল খেলতে দলে ফিরছেন রায়না!

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন



আইপিএল খেলতে দলে ফিরছেন রায়না!

আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে হুট করে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ভারতে ফিরে গিয়েছিলেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি মৌসুমে আর পাওয়াই যাবে না এই অলরাউন্ডারকে। রায়নার ‘ব্যক্তিগত’ কারণ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে দলটির কর্ণধার এন শ্রীনিবাসন কড়া মন্তব্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন। এবার রায়না জানালেন, এই মৌসুমেই আবার দলের ক্যাম্পে যোগ দিতে পারেন তিনি।

আইপিএল খেলতে দেশে ফিরে কোয়ারেন্টিনে থেকে নিজেতে প্রস্তুত করছেন তিনি। শিগগিরই ফিরছেন চেন্নাই সুপার কিংস দলে।

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আইপিএলের ফ্রেঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন রায়না। সম্প্রতি ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। কিন্তু ৩৩ বছর বয়েসী এই অলরাউন্ডার আইপিএল খেলা নিয়ে কোন সংশয়ই ছিল না।

জৈব সুরক্ষিত পরিবেশে আইপিএল খেলতে দলের সঙ্গে দুবাই উড়ে যান রায়না। কিন্তু অনুশীলন শুরুর আগেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ফেরেন দেশে। জানা যায় পাঞ্জাবের নিজের এলাকায় ডাকাতের হামলায় তার চাচা খুন হয়েছেন। তবে সেই কারণেই একেবারে পুরো মৌসুমের জন্যই সরে যাচ্ছেন, তা স্পষ্ট করেননি বাঁহাতি ব্যাটসম্যান। এমন কি তার পারিবারিক এই ঘটনা জানানো হয়নি দলের মালিক শ্রীনিবাসনকে।

ফলে রায়নার এমন দলত্যাগ যে পছন্দ হয়নি, কড়া ভাষায় এরমধ্যেই জানিয়ে দেন শ্রীনীবাসন। রায়না ১৩ কোটি রুপি হারাতে চলেছেন বলেও জানান তিনি।

রায়না জানান, ব্যক্তিগত কঠিন এক পরিস্থিতির মধ্যেই তিনি দল ছেড়ে চলে গিয়েছিলেন,  ‘একদম ব্যক্তিগত কারণে আমি পরিবারের কাছে আসতে চেয়েছি। আমার দলের কাছে যা স্পষ্ট করা দরকার ছিল। সিএসকেও আমার পরিবার, মাহি ভাই (ধোনি) আমার কাছে গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত নেওয়া তাই কঠিন ছিল। শক্ত কারণ ছাড়া কেউই সাড়ে ১২ কোটি রুপি ছাড়তে চাইবে না।’

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে গিয়েই পরিবারের কাছে যাওয়া হয়নি রায়নার। নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে। ওই অবস্থাতেই চালাচ্ছেন প্রস্তুতি, আভাস দিয়েছেন আবার দলে যোগ দেওয়ার।

এএন/০৪