খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২০
১১:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
১১:২৫ পূর্বাহ্ন
আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি (১৭০ উইকেট) লাসিথ মালিঙ্গা এবার খেলছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের শ্রীলঙ্কান পেসার। অবশ্য এরই মধ্যে মালিঙ্গার বিকল্পও খুঁজে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মালিঙ্গার বদলে বল হাতে দেখা যাবে জেমস প্যাটিনসনকে। আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ান এ পেসার।
মুম্বাই ইন্ডিয়ানসের মালিক এরই মধ্যে প্যাটিনসনকে স্বাগত জানিয়েছেন, ‘জেমস আমাদের জন্য সঠিক বোলার এবং সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে আমাদের পেস আক্রমণে বাড়তি প্রাপ্তি হবেন তিনি।’ আগামী ১৯ সেপ্টেম্বর মরুর বুকে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। বাবার অসুস্থতার জন্য মালিঙ্গা খেলতে পারবেন না বলে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসকে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে মালিঙ্গার অসুস্থ বাবার শরীরে অস্ত্রোপচার হতে পারে। মালিঙ্গা এখন শ্রীলঙ্কায় বাবার কাছে আছেন।
গত মৌসুমে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের চতুর্থ শিরোপা জয়ে অবদান ছিল মালিঙ্গার। শেষ ওভারে মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়েই মূলত ট্রফি জেতে রোহিত শর্মার দল।
এএন/০৭