করোনামুক্ত সাকিব ফিরছেন অনুশীলনে

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২০
০২:৫৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২০
০২:৫৭ অপরাহ্ন



করোনামুক্ত সাকিব ফিরছেন অনুশীলনে

আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। ওই সময়ে জাতীয় দলে ফিরতে শীগগিরই অনুশীলন নামছেন তিনি। তবে তার আগে করোনাভাইরাস পরীক্ষা করান এ অলরাউন্ডার।
প্রায় পাঁচ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর গত বুধবার ভোরে ঢাকায় ফিরেন সাকিব। এরপর থেকেই নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। অপেক্ষা ছিল করোনাভাইরাস পরীক্ষা করার। গতকাল বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শুক্রবার পেয়েছেন ফলাফল। পরীক্ষায় ফল নেগেটিভ বলে জানিয়েছে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র।
দেশের বিমান ধরার আগে এক দফা করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছিলেন সাকিব। লম্বা ভ্রমণে আক্রান্ত হয়েছেন কি-না তা নিশ্চিত হতে ফের পরীক্ষা করান। খুব শীগগিরই বিকেএসপিতে যাওয়ার কথা সাকিবের। সেখানে ১৪ দিন থাকবেন কোয়ারেন্টিনে। পাশাপাশি অনুশীলন করবেন এ অলরাউন্ডার।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক করোনাকাল প্রায় পুরোটা সময় কেটেছে আমেরিকায় পরিবারের সঙ্গে।
তবে নিষিদ্ধ ক্রিকেটার হিসেবে অনুশীলনকালে বিসিবির কোন সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না সাকিব। প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন নিজের বেড়ে উঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানে কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধায়নে কাজ করার কথা সাকিবের।
সাকিবের ক্রিকেটে ফেরার সময়টায় শ্রীলঙ্কায় সফরে থাকবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা দুই দলের প্রথম টেস্ট। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে।
এএন/০৭