সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৭:৩৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপ কর্মসূচি শুরু হয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম বাগরখলীর দোয়ার মাধ্যমে মাদরাসা আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহ্বায়ক সুজন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সল আহমদ দারার পরিচালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বারাকা পতেঙ্গা পাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি ও সমাজসেবী এম. মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, দৈনিক সিলেটের দিনকালের প্রধান সম্পাদক আব্দুল লতিফ নুতন।
উপস্থিত ছিলেন সেলিম আহমদ, আব্দুল গফফার, আবিদ হোসেন, হোসেন আহমদ, আব্দুল্লাহ আহমেদ। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সাইদুর রহমান, তাজ উদ্দিন, আদমান আহমেদ, সালেহ আহমদ, মুছাব্বির আহমেদ প্রমুখ।
এএফ/০২