আইপিএলে খেলার ছাড়পত্র পাননি মুস্তাফিজ

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৫:৩১ অপরাহ্ন



আইপিএলে খেলার ছাড়পত্র পাননি মুস্তাফিজ

আইপিএল খেলতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তারপর থেকে ইনজুরি আর ফর্মহীনতায় চলছে ছিলেন ভাঙাগড়ার মাঝে। এবারের আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন। তবে ক্রিকেট বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। আসন্ন শ্রীলঙ্কা সফরের কারণে তাকে আইপিএলে যেতে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাফিজকে আইপিএল খেলার প্রস্তাব দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ে লাসিথ মালিঙ্গা না আসায় এই সুযোগ সৃষ্টি হয়েছিল। মুস্তাফিজ না যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করেছেন জেমস প্যাটিনসন। কলকাতা অবশ্য এখনো হ্যারি গার্নির বিকল্প খুঁজে পায়নি। বাঁহাতি ইংলিশ পেসারের জায়গায় একজন বাঁহাতি পেসার হিসেবে মুস্তাফিজকেই পছন্দ ছিল কলকাতার। ২০১৮ আইপিএলে মুম্বাইয়ের হয়েই ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সাকিব নিষিদ্ধ হওয়ায় এবার আইপিএলে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকছে না।

এএন/০৪