খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২০
০৯:২৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
০৯:২৯ অপরাহ্ন
করোনা মহামারিতে স্থবিরতা কাটিয়ে ইংল্যান্ড সফর করে এসেছে দিয়ে পাকিস্তান। ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফিরিয়েছে কাউন্টি ক্রিকেটও। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘরের মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষে তিন সংস্করণের সূচি ঘোষণা করেছে।
শুক্রবার পিসিবি জানায়, ২০২০-২১ মৌসুমের জাতীয় টি-২০ কাপ, ওয়ানডে কাপ ও প্রথম শ্রেণীর আসর শুরু হবে ধাপে ধাপে।
৩০ সেপ্টেম্বর থেকে টি-২০ আসর দিয়েই শুরু হবে তাদের ঘরোয়া ক্যালেন্ডার। মুলতান ও রাওয়ালপিন্ডিতে তা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। লাহোর, মুরিদেক ও শেখপুরায় অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে টুর্নামেন্ট হবে ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
করোনার থাবায় ফ্রেঞ্চাইজি টি-২০ আসর পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল বাকি ছিল। নভেম্বরে তা শেষ করার সূচি আগেই দেওয়া হয়েছে। এছাড়া পিএসএলের নতুন আসরের সময়সূচীও জানিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারিতে পাকিস্তান ওয়ানডে কাপ শেষ হওয়ার পরই শুরু হবে পিএসএলের নতুন আসর।
পাকিস্তানের প্রথম শ্রেণীর নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। চারদিনের আসরের শুরুর তারিখ ধরা হয়েছে ২৫ অক্টোবর। টুর্নামেন্টটির পাঁচ দিনের ফাইনাল ম্যাচ হবে ১ জানুয়ারি।
করোনার কারণে ভ্রমণ সীমাবদ্ধতায় এবার কায়েদ-ই আজম ট্রফির পুরো আসর করাচিতে।
এএন/০৮