খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:০৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:০৩ অপরাহ্ন
নিজের জন্মদিনে চক্ষুদানের ঘোষণা দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। শনিবার ছিল জাদেজার স্ত্রী রিভাবার জন্মদিন। নিজের জন্মদিন উপলক্ষে মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে অন্যদেরও আহ্বান জানিয়েছেন দেহের কার্যকরী অঙ্গ-প্রত্যঙ্গ দান করার জন্য।
মূলত রিভাবা জাদেজা দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গুজরাট প্রদেশের কার্নি সেনা নারী সংঘের প্রধানের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরে। তিনি গতবছর যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
চক্ষুদানের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, 'সৃষ্টিকর্তার কৃপায় আমার দেহের সকল অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ আছে। সুস্থ থাকলে অনেক সময় মানুষের কষ্ট বোঝা যায় না। কিন্তু কোনোভাবে যদি আমি তাদের সাহায্য করতে পারি, তাহলে সেটাই অনেক বড় সম্মানের বিষয়।' শুধু প্রতিশ্রুতিই দেননি, প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষরও করেন তিনি। এ সময় তিনি সবার উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, 'মহৎ উদ্দেশ্যে অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রাখুন।'
এদিকে, আইপিএল খেলতে আরব আমিরাতে অবস্থান করছেন জাদেজা। সেখানে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নিজের স্ত্রীকে।
এএন/০৩