খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:১৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:২৬ অপরাহ্ন
অবশেষে আইপিএল ২০২০ শুরুর মাত্র ১২ দিন আগে চূড়ান্ত সূচি প্রকাশ করল বিসিসিআই। আজ রবিবার বিকেলে ঘোষিত সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানারআপ চেন্নাই সুপার কিংস। খেলা হবে আবু ধাবীতে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান শুরু করবে ২৩ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে কিং খানের দলের সামনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল ১০ নভেম্বর।
১৯ সেপ্টেম্বর, শনিবার আইপিএল-এর উদ্বোধনের পর রবিবার ২০ সেপ্টেম্বর দুবাইয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিট্যালস ও কিংস ইলেভেন পঞ্জাব। সোমবার ২১ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজায় ২২ সেপ্টেম্বর মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
আমিরাতের তিন শহর-দুবাই, আবুধাবি এবং শারজাতে এবছর আইপিএল-এর ম্যাচ হবে। ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২টি ম্যাচ হবে শারজায়। প্লে অফ এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে তা পরে জানান হবে। দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এএন/০৪