করোনা পরীক্ষা শুরু টাইগারদের

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২০
১১:১৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
১১:১৫ অপরাহ্ন



করোনা পরীক্ষা শুরু টাইগারদের

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার ক্রিকেটারদের বাসায় গিয়ে চিকিৎসক দল সংগ্রহ করেছেন নমুনা। কোভিড-১৯ এর পিসিআর ও আরটি টেস্ট করার জন্য স্যাম্পল নেওয়ার সেই স্থীর চিত্র ক্রিকেটাররাও তুলে ধরছেন অন্তর্জালে।

রাজধানী ঢাকায় অবস্থানরত সব ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে তেমন খবরই দিয়েছেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ টেস্ট করাচ্ছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় অবস্থারত ক্রিকেটারদের বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করেছে।’

শ্রীলঙ্কাগামী জাতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল (বারডেম) কর্তৃপক্ষ।

বিসিবি যদিও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা টেস্ট করতে চেয়েছিল। কিন্তু অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হতেই সিদ্ধান্ত পাল্টে যায়। শুরু হয়ে গেল করোনা টেস্ট। যাদের রিপোর্ট পজেটিভ আসবে তারা বিসিবির তত্বাবধানে আইসোলশনে থাকবেন। জানা গেছে একজন ক্রিকেটারের চারবারও করোনা পরীক্ষা হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে জাতীয় দল। তবে টেস্ট লড়াই শুরু অক্টোবরের শেষ সপ্তাহে।

এএন/০৮