টি-টোয়েন্টিতে এক বোলারের ৫ ওভার চান ওয়ার্ন

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২০
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
০৩:০৮ অপরাহ্ন



টি-টোয়েন্টিতে এক বোলারের ৫ ওভার চান ওয়ার্ন

টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে নতুন প্রস্তাব দিয়েছেন অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। সাবেক এই লেগস্পিনার মনে করেন, পাঁচ জন বোলারকে ৪ ওভার বল করতে না দিয়ে ৪ জন বোলারকে যদি ৫ ওভার বল করতে দেওয়া হয়, তাহলে খেলার আকর্ষণ আরও বাড়বে। ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমবে।

গত রবিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, 'চার বোলারকে দিয়ে পাঁচ ওভার করে বল করালে কেমন হয়? আমার মনে হয় তাতে ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমে যাবে। টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের সুবিধা দেয়। সেখানে পাঁচ ওভার করে বল করার সুযোগ থাকলে দলের সেরা বোলাররা বেশি বল করতে পারবে।'

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ইংল্যান্ডের পেস জুটি জোফরা আর্চার আর মার্ক উডের বোলিংয়ের তোপে অজি ব্যাটসম্যানরা বেসামাল হয়ে পড়েছিল। দুজনেই ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বল করছিলেন। এই দুই ফাস্ট বোলারের উদাহরণ দিয়ে ওয়ার্ন বলেন, 'যখন কোনো দলে এ রকম গতিসম্পন্ন দুজন ফাস্ট বোলার থাকে, তখন স্বাভাবিকভাবেই দল চাইবে তাদের আরও একটা করে ওভার বল দিতে। এজন্যই একজন বোলারের সর্বোচ্চ কোটা ৫ ওভার হওয়া উচিত।'

এএন/০৮