সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০২০
০৬:৫৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৬:৫৯ অপরাহ্ন
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছেন চার জন এবং আহত হয়েছে কমপক্ষে ২০ জন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কাবুলের রাস্তার পাশে ওই বিস্ফোরণ ঘটানো হয়। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র রাজওয়ান মুরাদ ফেসবুকে এক পোস্টে জানান, আফগান ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সালেহের বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সরকারিভাবেও এখনও কাউকে দায়ী করা হয়নি। দেশটিতে তালেবানের সাথে শান্তি আলোচনা চলাকালীন এ হামলার ঘটনা ঘটলো।
বিএ-১৬