ইংল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়াই

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৯, ২০২০
০৮:৩৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৮:৩৩ পূর্বাহ্ন



ইংল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়াই

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হেরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হরানোর শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ আর র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হরানোর শঙ্কা উড়িয়ে শেষ ম্যাচে স্বস্তির জয় পেল অসিরা। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার রাতে শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ ইংলিশরা জিতেছে ২-১ ব্যবধানে। সাউথ্যাম্পটনে ইংল্যান্ডকে ১৪৫ রানে আটকে রেখে অস্ট্রেলিয়া জিতেছে ৩ বল বাকি রেখে। ম্যান অব দা ম্যাচ হন মিচেল মার্শ। ম্যান অব দা সিরিজ জস বাটলার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৫/৬ (ব্যান্টন ২, বেয়ারস্টো ৫৫, মালান ২১, বিলিংস ৪, মইন ২৩, ডেনলি ২৯*, জর্ডান ৪, কারান ২*; স্টার্ক ৪-০-২০-১, হেইজেলউড ৪-০-২৩-১, রিচার্ডসন ৪-০-৩১-১, অ্যাগার ৪-০-৩৫-১, জ্যাম্পা ৪-০-৩৫-২)।

অস্ট্রেলিয়া:  ১৯.৩ ওভারে ১৪৬/৫ (ওয়েড ১৪, ফিঞ্চ ৩৯, স্টয়নিস ২৬, ম্যাক্সওয়েল ৬, স্মিথ ৩, মার্শ ৩৯*, অ্যাগার ১৬*; আর্চার ৩-০-৩২-০, উড ৪-০-৩৮-১, জর্ডান ২.৩-০-১৯-০, রশিদ ৪-০-২১-৩, কারান ৪-০-২৩-১, ডেনলি ১-০-৮-০, মইন ১-০-৫-০)।

এএন/০৪