ভারতের সাফল্যে তিন অধিনায়কের অবদান দেখছেন রশিদ লতিফ

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২০
০১:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০১:৩৫ অপরাহ্ন



ভারতের সাফল্যে তিন অধিনায়কের অবদান দেখছেন রশিদ লতিফ

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান শক্তিশালী অবস্থান ও সফলতা অর্জন এক দিনে তৈরী হয়নি। তিন অধিনায়কের নেওয়া বিভিন্ন সময়ের সমন্বয়ের ফসল বলে মনে করছেন পকিস্তানের সাবেক অধিনায়ক উইকেট কিপার রশিদ লতিফ।

রশিদ মনে করেন, আজহার-সৌরভের সমন্বয়েই ভারতকে সাফল্যের চূড়ায় নেন মহেন্দ্র সিং ধোনি, তার মতে ‘মোহাম্মদ আজহার উদ্দিন গাঙ্গুলিকে তৈরি করেছেন। আধুনিক ক্রিকেটের সঙ্গে মিল রেখে ধোনি এই দুজনের গুন সমন্বয় করেছে। সে দলের মধ্যে জেতার মানসিকতা রেখেছে, দলের সংস্কৃতি বানিয়েছে। ইতিবাচক মানসিকতা তৈরি করেছে।’

‘ধোনি তিনটা বিশ্ব শিরোপা (একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছে যা আর কেউ করতে পারেনি। দলকে এগিয়ে নিতে ধোনি ঝুঁকি নিয়েছে, তরুণদের উদ্বুদ্ধ করেছে। তার চরিত্রের ছাঁচে ফেলে ক্রিকেটারদের গড়ে নিয়েছে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস পুঁতে দিয়েছে।’

যদিও ভারতের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাকে মনে করা হয় ভারতের বাঁক বদলের  নায়কও। যার নেতৃত্বে সৌরভের ক্যারিয়ার শুরু, সেই আজহারউদ্দিনও নেতৃত্বে দেখিয়েছিলেন মুন্সিয়ানা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, কেবল তা-ই নয়, সৌরভকে নেতৃত্বের জন্য তৈরিও করে দিয়ে ছিলেন আজহারই।

এএন/০৩