খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২০
০২:৫৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০২:৫৪ অপরাহ্ন
অবশেষে অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার অনুমতি চেয়ে এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) মেইল করেছেন ভারতের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান।
সম্প্রতি ক্রিকেটের প্রতি উৎসাহ ফিরে পেয়েছেন যুবরাজ। গেল বছর জুনে স্বীকৃত সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেও নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন তিনি। অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সী তারকা।
যুবরাজের মনে ফেরার চিন্তার উদয় ঘটেছে পাঞ্জাবের তরুণ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়ে। প্রদেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে শুবমান গিল, অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিং ও প্রাভসিমরান সিংয়ের সঙ্গে গেল কয়েক মাস ধরে কাজ করছেন তিনি।
তরুণদের শেখানো-পড়ানোর পাশপাশি যুবরাজ নিজেও অনুশীলন করেছেন। পরবর্তীতে পাঞ্জাবের ওই ক্যাম্পে ব্যাট হাতেও নেমে পড়েন তিনি। অনুশীলন ম্যাচগুলোতে পান রানের দেখা। তখন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনিত বালি তাকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন। শুরুতে দ্বিধায় থাকলেও কয়েক সপ্তাহ ধরে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
এএন/০৩