বিসিবির নিরাপত্তা প্রধান আর নেই

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২০
০৩:০২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৩:০২ অপরাহ্ন



বিসিবির নিরাপত্তা প্রধান আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অ.) হোসেইন ইমাম আর নেই। 

আজ (শুক্রবার) বিকেল ৩টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৬১ বছর বয়েসী ইমাম সপ্তাহখানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর হৃদরোগে তার জীবনাবসান হয়।  তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। শোক জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। 

২০১৩ সালে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন তিনি। এরপর থেকে ঘরের মাঠে সিরিজের জন্য বিসিবির নিরাপত্তার দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। বাংলাদেশের পাকিস্তান সফরেও জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। 

এএন/০৪