নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৩৮ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে মাদকাসক্ত সাত শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েসন (ইমজা)। ইমজার উদ্যোগে শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে আনা হয়েছে। এরপর তাদেরকে সমাজসেবা অধিদপ্তরে এবং পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে ইমজা গ্রহণ করে ছোট একটি প্রকল্প। নানান প্রশিক্ষণের মাধ্যমে যতদূর সম্ভব শৃঙ্খলার মধ্যে এনে দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়াই ছিল প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের আওতায় ২০ জন পথশিশুকে রাখা হয় পর্যবেক্ষণে। তাদের তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা চলে। নানানভাবে তাদের মানবিক কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়। রূঢ়তার বদলে নাগরিক মানুষের আন্তরিক ব্যবহার তাদের মধ্যে অল্প হলেও প্রভাব ফেলে। তবে সময় সুযোগের অভাবে তাদের সবাইকে ধরে রাখা যায়নি।
জেলা প্রশাসকের মাধ্যমে এবং ক্রীড়া সংস্থার সহায়তায় নগরের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তাদের রাখা হয়। তাদের বিনোদন, খেলাধুলা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবীরা। নেওয়া হয় চিকিৎসকের পরামর্শ। এই উদ্যোগে এগিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষা ও অভিপ্রায়ের কর্মীরা। ঊষার শিশুরা পুরোপুরি মিশে যায় এসব পথশিশুদের সঙ্গে।
গত বুধবার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই শিশুদের উপস্থাপন করা হয় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস দাসের কাছে। পরিচয় করিয়ে দেওয়া হয় ফাহিম মিয়া (৫), আলমগীর হোসেন (১২), সোহেল মিয়া (১০), মোশারফ হোসেন (১৪), হৃদয় (৮), শাহীনুর (১০) ও আবু বক্কর আকবর (৯) নামের সাত শিশুকে।
এ সময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আমেদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে এই পথশিশুদের নিয়ে যাওয়া হয় খাদিমপাড়ায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রে। উপ প্রকল্প পরিচালক নূরে আলম সিদ্দিকী অন্যান্য কমকর্তা ও কর্মীদের নিয়ে সাতটি শিশুকে গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সহ সভাপতি আনিস রহমান, সহ সম্পাদক প্রত্যুষ তালুকদার, নির্বাহী সদস্য শফি আহমদ, নিরানন্দ পাল, মানবিক কর্মসূচির সমন্বয়ক আশরাফুল কবীর, স্বেচ্ছাসেবক প্রলয় দে, বিমান তালুকদার, জাহাঙ্গির আহমদ, মুরাদ বক্স, বাপন তালুকদার, অলক চৌধুরী, নিঘাদ সাদিয়া, মেকদাদ মেঘ, নন্দলাল গোপ, তাহমিনা ইসলাম তমা, সুপ্রিয় সেন, সরোজ কান্তি, অসীম সরকার প্রমুখ।
বিএ-০৭