সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২৫
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২৫
০২:২২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সদ্য সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান সভাপতিত্বে উপদেষ্টা মো. ফাইজুর রহমান, মো. আব্দুল মান্নান, উমর আলী সহ সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. জামির হোসেনকে সভাপতি ও নুর মোহাম্মদ সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোহেল মাহমুদ, নাইম আহমদ অনন্ত, আরিফ বখত, রহমত উল্লাহ, আলমগীর হোসেন রিয়াদ, সবুজ খন্দকার, রাসেল ইসলাম, বিল্লাল হোসেন, সোহেল রানা, সুমন আহমদ, মামুন বাদশা ডালিম, খলিলুর রহমান, হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক পাঠান, মাহাথীর চৌধুরী, ইমন চৌধুরী, আলাউদ্দিন, কুতুব উদ্দিন খন্দকার, আব্দুর রহমান, নুর আলম।
সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহমুদ সুজন, আতিকুর রহমান আতিক, সাকিব হাসান, আল আমিন আহমদ শান্ত, আফজাল হোসেন, সাদিকুর রহমান, ইশতিয়াক আহমদ মালেক, শামীম আশরাফ, ইব্রাহিম পাঠান, তাসফিক মাহমুদ ফারুক, শামীম আহমদ, উজ্জ্বল হোসাইন, আবু হোসাইন পুষ্প, জহিরুল ইসলাম রাজু, আলমগীর হোসেন, শাহিন আলম, রুমান আহমদ, নাইম খন্দকার, মুহিবুর রহমান।
কোষাধ্যক্ষ আজিজুল হক বিজয়। দপ্তর সম্পাদক আলাল মিয়া, সহ দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক রুমান আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওবাইদুল কাদির ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শাহিন আলম লাদেন, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুন মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সুজন মিয়া, সহ সম্পাদক হাবিব মিয়া, নাঈম ইসলাম, ফারুক আহমেদ, ফরহাদ মিয়া, আব্দুল্লাহ, তোফাজ্জল হোসেন, শাহাব উদ্দিন, ইনাম চৌধুরী।
কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, তারেক আহমদ, ইয়াছিন, আশরাফুল, জুয়েল মিয়া ও রাসেল মিয়া।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীগণ সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এএফ/০৩