সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন
সিলেট সদর উপজেলা ছাত্রদলের নব গঠিত আহ্য়বাক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলার মেজরটিলা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সিপনের সভাপতিত্বে ও খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মনার পরিচালনায় সভায় বক্তারা বলেন, ‘কমিটিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া, জেল জুলুম গ্রেপ্তার নির্যাতন সহ্য করে দলের কর্মকান্ডে সক্রিয় থাকা নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। অছাত্র স্কুলের গন্ডি পেরোতে না পারা ভারসাম্যহীন, ছিনতাইকারী ও অযোগ্যদের দিয়ে আওয়ামী লীগের এজেন্টদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেন্দ্রকে প্রভাবিত করে এ কমিটি গঠন করা হয়েছে।’
অবিলম্বে ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়নের জন্য আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতা মুরাদ হোসেন, মিসবাহ আজিজ, আফজল হোসেন, কিবরিয়া আহমদ টিপু, হেলাল আহমদ, তুকিন আহমদ, নাঈম আহমদ, তানহির আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্য়বাক আলম আহমদ, নোমান আহমদ, হান্নান মিয়া, সালমান আহমদ, আব্দুল ওয়াকিল সাক্কু, রুমন আহমদ, শিপু আহমদ, মিজান আহমদ, সাগর আহমদ, আজিম আহমদ, হামজা আহমদ, রুহেল আহমদ, শাকিল আহমদ, মোবারক আহমদ, সামসুর রহমান মনা, জয়নুল আহমদ, মামুন আহমদ প্রমুখ।
বিএ-০৯