লালদিঘিরপাড় থেকে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৫৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৫৬ পূর্বাহ্ন



লালদিঘিরপাড় থেকে ইয়াবাসহ আটক ১

সিলেট নগরের লালদিঘিরপাড় এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাত ৪টায় তাকে ভাই ভাই আবাসিক হোটেলের সামন থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ এই তথ্য জানিয়েছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের নাম এনামুল হক (২০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লক্ষণছড়া গ্রামের বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা (মামলা নম্বর-১৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে গোয়াইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসাধুভাবে চোরাই মালামাল গ্রহণের অভিযোগে দুটি মামলা রয়েছে।

বিএ-১১