সোবহানীঘাট থেকে মদসহ আটক ২

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন



সোবহানীঘাট থেকে মদসহ আটক ২

সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে ২৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। 

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল সোবহানীঘাটস্থ পেট্রোল পাম্পের সামন থেকে তাদেরকে আটক করে। আটকরা হলেন, মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারের মৃত মতিলাল রবিদাসের ছেলে রতন রবিদাস (৪৫) ও একই এলাকার মৃত খেদারু রাম রবিদাসের ছেলে বকুল রাম রবিদাস (৩৩)।

জব্দকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। 

বিএ-১৩