সিটি রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন



সিটি রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, মাস্ক, গাছের চারা রোপণ ও বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট সিটি। শনিবার দুপুরে বিবিদইল হজরত আবু দৌলত অ্যান্ড হজরত শাহ জাকারিয়া (র.) মডেল মাদরাসায় এসব সামগ্রী বিতরণ করা হয়। 

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। রোটারি ক্লাব অব সিলেট সিটির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি এস এ শফির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সিটির সাবেক সভাপতি একেএম কামারুজ্জামান মাসুম, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান খান ফয়ছল, লালাবাজার হাইস্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য লায়েক আহমদ জিকু, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, ইউপি ৫ নম্বর ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, প্রতিষ্ঠান প্রধানদের হাতে মাস্ক ও গাছের চারা তুলে দেন প্রধান অতিথি।