বন্দরবাজার থেকে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন



বন্দরবাজার থেকে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট নগরের বন্দরবাজার থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. রনি (২৫) রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর বাজার গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। রনি দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের অস্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে রনিকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রনি ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিএ-০৪