নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
১১:১৭ পূর্বাহ্ন
দৈনিক সিলেট মিরর-এর ব্যবস্থাপনা সম্পাদক ও রায় হুসেন জামে মসজিদের মোতাওয়াল্লী অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এর মাতা জেবুন্নেছা চৌধুরী আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার সকাল ১০ ঘটিকায় নগরের ইলেকট্রিক সাপ্লাইস্থ রায় হুসেন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরের মায়ের মৃত্যুতে সিলেট মিরর এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় সিলেট মিরর পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএফ/০২