ভারতে তারকা তৈরির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি অনিশ্চিত

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৪, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন



ভারতে তারকা তৈরির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি অনিশ্চিত

ভারতের তারকা তৈরির টুর্নামেন্ট বলে খ্যাত রঞ্জি ট্রফি এবার অনিশ্চিত হয়ে পড়েছে। করোনার কবলে টুর্নামেন্টি ৮৬ বছরের মধ্যে এবারই প্রথম বাদ পড়তে পারে। 

১৯৩৪-৩৫ মৌসুম থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা রঞ্জি ট্রফি। 

৩৮টি দলের টুর্নামেন্টটি ক্রিকেটারদের রোজগারের অন্যতম মাধ্যম। 

করোনার কারণে রঞ্জি ট্রফির করণীয় নির্ধারণে বিসিসিআইয়ের কর্তাব্যক্তিরা দফায় দফায় বৈঠক করছেন। আলোচিত হচ্ছে নানা বিষয়। সারা দেশে রঞ্জি ট্রফি আয়োজন না করে দুই-একটা শহরে আয়োজন করা যায় কিনা, সে বিষয় খতিয়ে দেখা হয়েছে। করোনার বর্তমান পরিস্থিতিও রঞ্জি ট্রফিকে সংশয়ে ফেলছে। গত কয়েক দিন ধরে প্রতিদিন ভারতে ৯০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। আগামী দুই-এক মাসের মধ্যে দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে রঞ্জি ট্রফি আয়োজন এবার দেবে বিসিসিআই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বব্যাপী খেলাধুলা বন্ধ হলেও রঞ্জি ট্রফি চালু ছিল। এর পর  উপমহাদেশ বিভক্ত হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, অজস্র রাজনৈতিক সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু রঞ্জি ট্রফি মাঠে গড়ানো কখনো বন্ধ হয়নি। 

এএন/০২