গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২০
০৫:৫১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০৫:৫১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ পুরানপাড়া গ্রাম থেকে ৮৫ হাজার শলাকা নাসির বিড়িসহ মাহবুব মিয়া (১৯) কে আটক করে পুলিশ। সে পুরানপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ পুরান পাড়া গ্রামের কয়েছ আহমদের বাড়িতে ভারতীয় অবৈধ নাসির বিড়ি বিক্রির জন্য মজুদ করা হয়েছে বলে গোপন সংবাদে খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮০ হাজার শলাকা নিষিদ্ধ নাসির বিড়িসহ মাহবুব মিয়াকে আটক করে পুলিশ। পরে মাহবুবের দেয়া তথ্যের ভিত্তিতে তার বড় ভাই কয়েছ আহমদের কমলগঞ্জ বাজারস্থ দোকান থেকে আরো ৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ১ লক্ষ ২৭ হাজার ৫শ টাকা । গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএমে/বিএ-০৭