খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০
০৯:২০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০৯:২০ অপরাহ্ন
প্রথম ম্যাচ হেরে বিপদে থাকা স্বাগতিক ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরল। তিন ম্যাচ সিরিজের শেষটা এখন পরিণত হলো অঘোষিত ফাইনালে।
টস জিতে প্রথমে ব্যাট করে স্বগতিকরা ২৩১ রানেই গুটিয়ে যায়। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ২৩২ রানের সহজ টার্গেট। কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের নৈপুণ্যে ২০৭ রানেই অলআউট হলে ইংল্যান্ড ২৪ রানে ম্যাচ জিতে নেয়।
১৪৪ রানে তৃতীয় উইকেট হারালেও ভাবা হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু ভয়াবহ ব্যাটিং ধসে শেষ ৬৩ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা।
তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্নাস লাবুশানের ১০৭ রানের জুটি গড়লেও বাকিদের ব্যর্থতায় ম্যাচ শেষে হার নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হন আর্চার। আগামী বুধবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এএন/০৫