ওসমানীনগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন



ওসমানীনগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

সিলেটের ওসমানীনগরে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গোয়ালাবাজার-মঙ্গলচন্ডী ১ কিলোমিটার পাকা সড়ক, ভাগলপুর পাকা সড়ক ও গ্রামতলা এলাকায় একটি ব্রিজ কালভার্ট নির্মাণ। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, বর্তমান চেয়ারম্যান মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা মিয়াফর আলী, আলাউর রহমান আলা, সজল দেব, সোনাফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, বুলবুল আহমদ, প্রজন্মলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

 

ইউডি/আরআর-০২