দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি করে ডাটা পেলেন শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি


সেপ্টেম্বর ১৪, ২০২০
১০:২২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
১০:২২ অপরাহ্ন



দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি করে ডাটা পেলেন শাবি শিক্ষার্থীরা

করোনায় শিক্ষাব্যবস্থা চালিয়ে নিতে অনলাইন ক্লাসের সহায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদে ২ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। এর আগে গত ১৬ আগস্ট ২ হাজার ২১৬ শিক্ষার্থীকে এ ডাটা প্রদান করা হয়েছিল।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

তিনি জানান, অনলাইন ক্লাস সচল রাখতে পূর্বের ন্যায় আবারও গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে পর্যায়ক্রমে ২ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা প্রদান করা হয়েছে। এ ডাটার মেয়াদ থাকবে ১ মাস। আর পূর্বের ডাটা বাকি থাকলে তা বর্তমান ডাটার সঙ্গে যুক্ত হবে।

ডাটা প্রদানের বিষয়টি ক্যাম্পাস না খোলা পর্যন্ত অব্যাহত থাকবে কি না এমন প্রশ্নের জবাবে ইশফাকুল হোসেন বলেন, 'ডাটা প্রদানে টাকা-পয়সা ও  ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগের একটা ব্যাপার আছে। যদি সময়ের সঙ্গে শিক্ষার্থীদের ডাটার প্রয়োজন হয়, তখন তা আমাদের ব্যবস্থা করতে হবে। সেটা সময়ের উপর নির্ভর করবে।'

 

এইচএন/আরআর-১০