সিলেট জেলার ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৫, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন



সিলেট জেলার ১৭ জনের করোনা শনাক্ত

ওসমানীর ল্যাবে সিলেট জেলার ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, আজ সোমবার ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের সবাই জন সিলেট জেলার বাসিন্দা। 

এ নিয়ে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৪৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬২৪ জন করোনাভারাসে আক্রান্ত রোগী রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৯ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৭৪৮ জন, সুনামগঞ্জের ১ হাজার ৯১৪ জন, হবিগঞ্জের ১ হাজার ১৭৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। 

করোনা আক্রান্ত ১৩৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৯ জন ও মৌলভীবাজারে ১৬ জন। 

বিএ-২০