নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ১৫, ২০২০
                        
                        ০৬:৪৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
                        
                        ০৬:৪৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    সিলেট নগরের চারাদিঘির পাড় থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারাদিঘিরপাড়ের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়ের সামন থেকে তাদেরকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, এসআই সারোয়ার হোসেন ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার রাজারগাঁওয়ের আব্দুল করিমের ছেলে মো. নজরুল (২৮) ও বিয়ানীবাজার উপজেলার কাউকড়া এলাকার সাফাচক গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. ফাহিম আহমদ চৌধুরীকে (২২) ৫৫টি ইয়াবাসহ আটক করা হয়েছে।
বিএ-০২