নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ১৫, ২০২০
                        
                        ০৭:২৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
                        
                        ০৭:২৫ অপরাহ্ন
                             	
    তেল বহনকারী মালবাহী ট্রেনের ট্যাঙ্কলরি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. খলিলুর রহমান জানান, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।
এর আগে এ দিন সকাল সাড়ে আটটায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকার কালাকাঠি মোড়ে ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তেলের খালি ট্যাঙ্কলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে কালাকাঠি এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
যদিও সিলেট অভিমুখী ট্রেনগুলো ভোরে যথাসময়ে পৌঁছেছে। তবে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সোয়া ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে বিলম্বে ছাড়ে।
বিএ-১২