লক্ষ্মীপাশা ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০৭:০৫ অপরাহ্ন



লক্ষ্মীপাশা ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদে নির্বাচনের জন্য এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এমন নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০ অনুসারে মাননীয় নির্বাচন কমিশন লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোয়নপত্র যাচাই ২৬ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসনের মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল।

 

এফএম/আরআর-০৪