জকিগঞ্জের সাবেক চেয়ারম্যান আফতাব চৌধুরী আর নেই

জকিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
১০:১৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
১০:১৯ অপরাহ্ন



জকিগঞ্জের সাবেক চেয়ারম্যান আফতাব চৌধুরী আর নেই

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশন সিলেটের সভাপতি আফতাব হোসেন চৌধুরী কয়েছ (৭৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডায়োবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেন। সেখানে ১৩ দিন চিকিৎসা গ্রহণের পর আজ তিনি মারা যান।

কয়েছ চৌধুরী সিলেট নগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার রাতে এশার নামাজের পর সিলেটের দরগাহে হজরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়।

আফতাব হোসেন চৌধুরী কয়েছের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ-সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য এম এ মালেক চৌধুরী, রিপন আহমদ, আল হাছিব তাপাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

ওএফ/আরআর-১১