খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন
ক্রিকেটের আধুনিক ফিল্ডিংয়ের জনক বলে খ্যাত প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস ৫১ বছর বয়সে এখনও যেন উড়ন্ত বাজপাখি।
আইপিএল উপলক্ষে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে জন্টি রোডস কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন। অনুশীলনের ফাঁকে দেখা গেল, উড়ন্ত পাখির মতো ক্যাচ ধরেছেন জন্টি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিওতে দেখা যাচ্ছে শরীর থেকে কয়েক হাত দূরে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে ক্যাচ ধরছেন জন্টি রোডস। প্রথমটি নাগালে থাকলেও দ্বিতীয়টিতে আপনার চোখ কপালে উঠতে বাধ্য!
এই ক্যাচ দেখে ১৯৯২ সালের বিশ্বকাপে তরুণ জন্টি রোডসের বিখ্যাত সেই ফ্লাইং ক্যাচের কথা মনে পড়ে যায়। সেই জন্টি রোডস ক্রিকেট ছাড়ার এত বছর পরেও যেন একইরকম আছেন। এর আগে আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। এদিকে, সুইডেনের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও নিযুক্ত হয়েছেন জন্টি রোডস। আইপিএল শেষে দায়িত্ব নেবেন সুইডেনের।
এএন/০৫