ওসমানীনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন



ওসমানীনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে ধর্ষণের অভিযোগে শাহান মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহান মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের সুরিকোণা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন শাহান মিয়া। এ সময় ওই বাড়ির প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে শাহান মিয়া নিজ এলাকায় চলে গেলেও মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে ওসমানীনগরের সাদিপুর ধরখাস্থ শাহান মিয়ার নানার বাড়িতে আশ্রয় নেয়। ওইদিন রাত ১০টার দিকে শাহান মিয়া কিশোরীকে মুখ চেপে ধর্ষণ করেন। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার শাহান মিয়ার লালসার শিকার হয় ওই কিশোরী।

এদিকে পলাতক কিশোরীর খোঁজে তার পরিবারের লোকজন ওসমানীনগর এসে তার সন্ধান পান। এরপর কিশোরী তার মায়ের কাছে সব খুলে বললে তারা ১৫ সেপ্টেম্বর রাতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর টোল প্লাজা নামক স্থান থেকে আসামি শাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'আসামি শাহান মিয়াকে গ্রেপ্তার করে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা মেয়েটি বর্তমানে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) চিকিৎসাধীন রয়েছে।'

 

ইউডি/আরআর-০৯