জৈন্তাপুরে ৮টি পাখি অবমুক্ত, জরিমানা আদায়

জৈন্তাপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:৫৩ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ৮টি পাখি অবমুক্ত, জরিমানা আদায়

সিলেটের পর্যটন উপজেলা জৈন্তাপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি বক পাখি অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাখির মাংস রান্না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আহমদের নেতৃত্বে উপজেলার হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে ৮টি বক পাখি আটক করা হয়। এছাড়া একই সময়ে ভাই ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে রান্না করা পাখির মাংস উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় একজন আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং আটককৃত রান্না করা পাখির মাংস সকলের সম্মুখে বিনষ্ট করা হয়। অপরদিকে উদ্ধার হওয়া ৮টি বক পাখি অবমুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও ফারুক আহমদ বলেন, 'আমরা উপজেলায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৮টি পাখি ও রান্না করা পাখির মাংস উদ্ধার করি। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলার সবগুলো বাজারে এমন আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।'

 

আরকে/আরআর-১২