গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে বন্যার্ত পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে নগদ টাকা, স্বাস্থ্য উপকরণ ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন কানাডার সহায়তায় আয়োজিত নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার (চিত্ত বালা) মোহাম্মদ শহীদুল ইসলাম, ঝলমল মারিয়া খংস্তিয়া, গ্রাম উন্নয়নের পক্ষে মো. নজরুল ইসলাম, বদরুল ইসলাম প্রমুখ।
ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও, লেঙ্গুড়া ও পশ্চিম জাফলং ইউনিয়নের ১০১৮ জন বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদানের অংশ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা, সাবান, ডিটারজেন্ট পাউডার, কাপড়ের মাস্ক, স্যানেটারি প্যাড, ঢাকনাসহ প্লাস্টিকের ট্যাপযুক্ত বালতি, প্লাস্টিকের গামলা এবং ঢাকনাসহ সাবানদানী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুস সাকিব বলেন, কোভিড-১৯ ও বন্যা দুর্গতদের জীবন ও জীবিকায় দুর্যোগ বয়ে এনেছে। দুর্গতদের বেশিরভাগই দারিদ্রসীমার নীচে বসবাস করছেন। কোভিড-১৯ এর সংক্রমণের কারণে তারা তাদের আয়ের উৎস হারিয়েছেন। সমাজে দুর্বল স্বাস্থ্যবিধি অনুশীলন, দারিদ্রতা, বিকল্প আয় ও বেঁচে থাকার সুযোগের অভাব বন্যাদুর্গতদের মাঝে কোভিড-১৯ দ্রুত সংক্রমণের মাত্রাকেও বাড়িয়ে দিয়েছে। নিম্ন আয়ের মানুষদের জীবিকায়নে সুনির্দিষ্ট প্রভাব পড়ছে যা বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা ছাড়া মেটানো সম্ভব না। করোনাভাইরাস দুর্যোগ সংকটের এই জটিল অবস্থায় এলাকায় বন্যা যেন দুর্যোগের মধ্যে দুর্যোগ। এই সংকটময় মুহূর্তে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য উপকরণ ও হাত ধোয়ার সামগ্রী এবং শর্তহীন নগদ টাকার সহায়তা তাৎক্ষণিক মানবিক প্রয়োজন তথা খাদ্য ও পুষ্টির চাহিদাসহ জীবনধারণের অন্যান্য প্রয়োজন মেটাতে সহযোগিতা করবে। আমি তাদের এই সময়োপযোগী মহতি উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানাই এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করছি।
এমএম/আরআর-১৪