জকিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে ইউনাইটেড এসোসিয়েশনের পক্ষ থেকে জকিগঞ্জ পৌরসভা, সদর ইউপি ও বিরশ্রী ইউপির মসজিদগুলোতে আড়াই শতাধিক নারিকেলের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন ও ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও আহমদ আল মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ মাসুক আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ ও ইউনাইটেড এসোসিয়েশনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির পরিচালক আল মামুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গণি, কাউন্সিলর কামরুজ্জামান কমরু, সোনার বাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম, ইউপি সদস্য মারুফ আহমদ, ইউনাইটেড এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা খছরুজ্জামান, আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুস সবুর, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ, ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সদস্য নুরুল হুদা।
অনুষ্ঠানে শেষে জকিগঞ্জ পৌরসভা, সদর ইউপি ও বিরশ্রী ইউপির মসজিদগুলোর কমিটির কাছে আড়াই শতাধিক নারিকেলের চারা তুলে দিয়ে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নের সকল মসজিদে চারা বিতরণ করা হবে।
ওএফ/আরআর-১৫