বেশি দামে পেঁয়াজ বিক্রি, কালীঘাটে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন



বেশি দামে পেঁয়াজ বিক্রি, কালীঘাটে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের কালীঘাট এলাকায় পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যমল পুরকায়স্থ।

সিলেটে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় কালীঘাটের পাইকারী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় হেলাল স্টোরকে ৪ হাজার টাকা, দৌলা স্টোরকে ৫ হাজার টাকা এবং মিনার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে কোনো ব্যবসায়ীই পেঁয়াজ ক্রয়ের রসিদ দেখাতে পারেননি। ব্যবসায়ীরা দাবি করেন তারা কমিশন এজেন্ট হিসেবে পেঁয়াজ বিক্রি করেন এবং পেঁয়াজের ব্যপারীরা মৌখিকভাবে যে দাম নির্ধারণ করে দেয় তারা সে দামেই পেঁয়াজ বিক্রি করেন। তবে ভোক্তা অধিদপ্তর এ দাবি প্রত্যাখান করে। পাশাপাশি ব্যাপারী ও ব্যবসায়ী উভয়পক্ষকেই অবশ্যই ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে বলে নির্দেশনা প্রদান করে।

এ সময় ব্যবসায়ীদেরকে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকার বেশি দামে বিক্রি করতে নিষেধ করা হয়। এছাড়াও রসুন, ডাল, আদাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি না করার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ৭ এপিবিএনের একটি দল এবং সিলেট জেলা ক্যাব অভিযানে সহায়তা করে।

বিএ-০২