নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার সিলেট নগরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন কুমারগাঁও, এমসি কলেজ ৩৩ কেভি লাইন এবং এমসি কলেজ-উপশহর ৩৩ কেভি রিং লাইনের জরুরি মেরামত-সংরক্ষণ কাজ করা হবে আগামী শুক্র ও শনিবার। এর ফলে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, হাফিজ কমপ্লেক্স, আমান উল্লা, নাইওরপুল, চারাদিঘিরপাড়, ধোপাদিঘিরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, দুগ্ধ খামার, গোপালটিলা, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবগঞ্জ, শাহী ঈদগাহ, নয়াসড়ক, রাজবাড়ী, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপশহর, যতরপুর, রায়নগর, সোনারপাড়া, বালুচর, শিবগঞ্জ, টিলাগড়, এম.সি কলেজ, মজুমদারপাড়া, সেনপাড়া, সবুজবাগ, লামাপাড়া, লাকরিপাড়া, খাদিম সিরামিকস, ভাটাটিকর, হাতিমবাগ, শাহী ঈদগাহ, টিবি গেইট, রাজপাড়া, শাহী ঈদগাহ, গোয়াইটুলা, কলবাখানী, হাজারীবাগ, অনামিকা আবাসিক এলাকা, উচাসড়ক, কাজীটুলা, মক্তবগলি ও কাহের মিয়ার গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিএ-০৪