নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে আজ দেবী দুর্গার আবাহন করা হবে। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়ার মাধ্যমে আজ শুরু হবে দেবীপক্ষেরও।
করোনাভাইরাসের মহামারির মধ্যে এবার অনাড়ম্বর পরিবেশে মাতৃ বন্দনা হবে। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি, আরতি, পূজার্চ্চনা ও প্রসাদ বিতরণের বাইরে এবার থাকবে না বড় কোনো আয়োজন। প্রতিবছর পিতৃপক্ষের শেষে দুর্গাপূজা আয়োজন করা হলেও এবার দুর্গা পূজা আয়োজন করা হবে মহালয়ার ৩৫ দিন পর। অর্থাৎ আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
হিন্দু পঞ্জিকা পরিচালিত হয় সূর্য ও চন্দ্র মাসের গণনার ওপর ভিত্তি করে। এ পঞ্জিকা অনুযায়ী, একটি সূর্যবর্ষ ৩৬৫ দিন ও প্রায় ৬ ঘণ্টার হয়ে থাকে। আবার চন্দ্রবর্ষ ৩৫৪ দিনের হয়। এই দুইয়ের মধ্যে ১১ দিনের পার্থক্য থাকে। তিন বছরে এটি এক মাসের সমান হয়ে যায়। এই অতিরিক্ত মাসের পার্থক্য দূর করার জন্য প্রতি তিন বছরে একবার অতিরিক্ত মাস আসে। একেই অধিকমাস বলা হয়। এ বছর আশ্বিন মাস অধিকমাস। এ অধিকমাস সকল পবিত্র কার্যবর্জিত। এই পুরো মাসে কোনো সূর্য সংক্রান্তি না থাকায় এই মাসটি মলিন হয়ে যায় বলে মনে করা হয়। যার কারণে একে মলমাসও বলা হয়। আবার প্রচলিত ধারণা অনুযায়ী একই মাসে দুটি অমাবস্যাকেও মলমাসের অন্যতম কারণ মনে করা হয়। ফলে এবার দুর্গাপূজা শুরু হবে মহালয়ার ৩৫ দিন পর। দুর্গা পূজার সঙ্গে সঙ্গে এবার পিছিয়ে যাবে লক্ষী পূজা ও কালী পূজাও। সবশেষ ১৯৮২ সালে এমনটা ঘটেছিল।
পুরাণমতে, মহালয়ার দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়া থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। মহালয়া থেকে দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার ৬ দিন পরে পুজা অনুষ্ঠিত হবে না। আশ্বিন মাস মল (মলিন) মাস হওয়ার কারণে এবার মহাষষ্ঠীর মাধ্যমে দূর্গাপুজা শুরু হবে ২২ অক্টোবর। মহাসপ্তমী পড়েছে ২৩ অক্টোবর। এছাড়া ২৪ অক্টোবর মহাঅষ্টমী, কুমারী পূজা ও সন্ধিপূজা ও ২৫ অক্টোবর মহানবমী। ২৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপী দুর্গাপূজা।
শুভ মহালয়া উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোর থেকে সিলেটের বিভিন্ন উপাসনালয়ে থাকবে বিশেষ অনুষ্ঠান। মহালয়া তিথিতে পিতৃ-মাতৃহীন লোকজন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন।
মহালয়া উদ্যাপন পরিষদের অনুষ্ঠানমালা আজ : শ্রীহট্ট মহালয়া উদযাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও মহালয়া উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। সকাল ৮টায় সিলেট নগরের মিরাবাজারের শ্রী শ্রী বলরাম জিউর আখাড়ায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হবে। সকাল সাড়ে ৮ টায় শ্রীমা সারদা সংঘের সেবাব্রতী মায়েদের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ, সকাল ১০টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, সরকারের স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বেলা সাড়ে ১০টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কণিকা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের মহালয়া সম্পন্ন হবে।
মহালয়ার অনুষ্ঠানমালায় দলমত নির্বিশেষে ভক্ত-সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিষদের সভাপতি প্রণব কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
বিএ-০৫